রামেকের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়
দুইজনের
মৃত্যু হয়েছে। নিহত দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা রিপোর্ট থেকে
এ তথ্য
জানা গেছে।করোনা সংক্রমণ সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, দুটি RAMEC ল্যাবে মোট 480টি নমুনা পরীক্ষায় মোট 115 জনকে শনাক্ত করা হয়েছে।
এর
মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষায় ৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, মেডিকেল কলেজের ল্যাবে মোট ২৯৫
টি
নমুনা পরীক্ষায় ৬০ জনকে শনাক্ত করা হয়েছে।
আরও খবর পেতে ভিজিট করুউঃ dailypotrika.xyz
রামেকের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু
রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। বর্তমানে করোনা ইউনিটে মোট ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে
46 জন করোনা পজিটিভ এবং 18 জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছয়টি নতুন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে ৯ হাজার ৩৭৯ জনকে করোনা শনাক্ত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কর সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে করোনায় মোট মৃতের সংখ্যা
দাঁড়িয়েছে ২৬,৬২৬। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে ৯ হাজার ৫০৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন।
একই সঙ্গে সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৭১টি নমুনা। ৪৪ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে, সনাক্তকরণের
হার ছিল 21.08 শতাংশ দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৮০ হাজার ৯০১ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় ২৬ হাজার ৬২৬ জনের মৃত্যু হয়েছে।
রামেকের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৬১ জনের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে, সনাক্তকরণের হার ছিল 21.08 শতাংশ।
এর আগে রোববার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়। ওই দিন ৬ হাজার ৩৪৫ জনকে করোনা শনাক্ত করা হয়।
২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৬ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ১২ হাজার ৫৭ জন।